
সে দিন আল্লাহর রাসূল মুহাম্মাদ (ﷺ) তার সাহাবিদেরকে নিয়ে সলাত আদায় করছিলেন এই মাসজিদে। সলাতের মধ্যেই আল্লাহর আদেশ নিয়ে হাজির হলেন জিবরাইল (আঃ)। যেমন আদেশ তেমন কাজ, রাসূলুল্লাহ সলাতেই মধ্যেই জেরুজালেম থেকে মক্কার দিকে ফিরেন, এবং সাহাবীরাও রাসূলুল্লাহ (ﷺ) কে অনুসরণ করে কিবলা পরিবর্তন করেন।
এ ঘটনার পর থেকেই মাসজিদটি পরিচিতি লাভ করে মাসজিদ আল কিবলাতাঈন বা দুই কিবলার মাসজিদ হিসেবে। মাদিনা মুনাওয়ার পশ্চিমে বানু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মাসজিদের প্রথম নাম ছিলো মাসজিদে বানু সালামা।
পূর্বে এই মাসজিদে দুইটি মিহরাব ছিল। সাম্প্রতিক সময়ে মাসজিদ পুনর্নির্মাণের সময় জেরুজালেমমুখী মিহরাব সরিয়ে নেয়া হয়েছে। এটি পৃথিবীর প্রাচীন মাসজিদগুলোর অন্যতম। মাসজিদে কিবলাতাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।
🕋
উমরাহ বা হজের সফরে যেখানে বেড়াবেনঃ
মাসজিদে কিবলাতাঈন
খালিদ বিন ওয়ালিদ সড়ক, মাদিনা।